টুডেনিউজ ডেস্ক
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই অগাস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার পর সেই অবস্থান থেকে সরে এসেছে।
একই সাথে ১৬ই জুলাইকে আবু সাঈদ দিবসের পরিবর্তে ‘জুলাই শহীদ’ দিবস পালনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত বছরের জুলাই অগাস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় পাঁচই অগাস্ট। তিনদিনের মাথায় গত আটই অগাস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই অগাস্টকে গণ অভ্যুত্থান দিবস ও আটই অগাস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তী ঘোষণাটি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভ দেখা যায়।
এ নিয়ে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদেরও তীব্র সমালোচনা করতে দেখা যায়।
আজ রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার তার আগের সিদ্ধান্ত থেকে সরে আসে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে জানান, উপদেষ্টা পরিষদ ১৬ই জুলাই শহীদ দিবস এবং পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, অগাস্টের কোনো বিশেষ উদযাপন থাকছে না।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে শুরু হওয়া গণ অভ্যুত্থানের মুখে পাঁচই অগাস্ট দেশ থেকে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আটই অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
গত বুধবার অর্ন্তবর্তীকালীন সরকার একটি পরিপত্র জারি করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
সূত্র : বিবিসি