নতুন বাংলাদেশ, বিপ্লব বেহাত, ইনকিলাব মঞ্চ, ৩৬ জুলাই,

৮ অগাস্টে ‘নতুন বাংলাদেশ’ হয়নি, বিপ্লব বেহাত হইছে : ইনকিলাব মঞ্চ

৮ অগাস্টে ‘নতুন বাংলাদেশ’ হয়নি, বিপ্লব বেহাত হইছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (২৬ জুন) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে মুখপাত্রের এমন বক্তব্য শেয়ার করা হয়।

হাদি বলেন, জুলাই নিয়া একাত্তরের মতোন আরেকটা চেতনা ব্যবসা আমরা হইতে দেবো না। জুলাইয়ের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী পূজা চলবে না। ৮ অগাস্টে কোনো ‘নতুন বাংলাদেশ’ হয় নাই। এদিন আমাদের বিপ্লব বেহাত হইছে। এখন বরং আমাদেরকে দ্বিতীয় বিপ্লবের দীর্ঘ প্রস্তুতি নিতে হইতেছে।’

তিনি আরো বলেন, দিবস হবে শুধু একটা। ঐতিহাসিক ৩৬ জুলাই। যা আমাদের জাতীয় মুক্তি দিবস। অথবা সেকেন্ড রিপাবলিক/দ্বিতীয় স্বাধীনতা দিবস। যে নামেই ডাকেন।

ইনকিলাব মুখপাত্র বলেন, আসল কাজ বাদ দিয়া এইসব দিবস-ফিবসের এক পয়সাও দাম নাই। এগুলা স্রেফ পলিটিক্যাল স্ট্যানবাজি। আমাদের আসল কাজ হইলো- বিচার, সংস্কার আর আমাদের বর্ষা বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি। অর্থাৎ- রাষ্ট্র কর্তৃক জুলাইয়ের ঘোষণাপত্র ও জুলাই সনদ। যা হবে আমাদের মুক্তি ও ইনসাফের ঐতিহাসিক ইশতেহার!

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টতে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

জুলাই গণঅভ্যুত্থান কি বেহাত হয়ে গেল?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top