ঢাকায় নতুন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়াতুশ শায়খ খালিদ আল আরাবিয়া’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সোমবার (২১ এপ্রিল) বাদ মাগরিব জামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক বিশিষ্ট আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ-এর উদ্বোধনী দরস এবং বিশেষ দোয়া-মুনাজাতের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা হয়।
প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানটি ‘তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা’ বিভাগ চালু করেছে। তবে অদূর ভবিষ্যতে সকল স্তরের শিক্ষাবিভাগ—প্রাথমিক থেকে সর্বোচ্চ পর্যন্ত—ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
শিশুদের নৈতিক মূল্যবোধ গঠনে ২০ কৌশল
মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, “জামিয়াতুশ শায়খ খালিদ আল আরাবিয়া কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ নয়। এর লক্ষ্য ব্যক্তি, পরিবার, সমাজ ও আন্তর্জাতিক পরিসরেও ইসলামি জীবনের বাস্তব রূপায়নে কার্যকর ভূমিকা রাখা।”
তিনি আরও বলেন, “এই কাজ আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমি আমার জীবনকে এর জন্য উৎসর্গ করেছি।”
জামিয়াতুশ শায়খ খালিদ আল আরাবিয়ার উদ্বোধনী অনুষ্ঠান
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার প্রধান মুফতি ও মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকার মুহতামিম আল্লামা মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।
যায়োনবাদের বিরুদ্ধে বাংলাদেশে টার্গেটেড বয়কট কিভাবে হতে পারে?
অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম, শিক্ষক, সমাজসেবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কাজীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা যোবায়ের আহমাদ, বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ আল বকর কাসেমী, ড. মুহিব্বুল্লাহ, জনাব আনোয়ার সাদাত কবির, জনাব শফিউল্লাহ, প্রকৌশলী ফরিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি প্রতিষ্ঠাতার সমাপনী বক্তব্য ও বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
ফিলিস্তিনিদের সর্বাত্মক সহযোগিতা পুরো উম্মাহর উপর ফরজ : বানুরি টাউন