সৌদি নাগরিকদের ভিসা ছাড়া পাকিস্তান সফর করার অনুমোদন করেছে ইসলামাবাদ কর্তৃপক্ষ। রোববার আনাদোলু এজেন্সির সাথে এক লিখিত বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
সৌদি নাগরিকদের ভিসা ছাড়া পাকিস্তান সফর করার অনুমোদন
মুখপাত্র জানান, ‘হ্যাঁ, সৌদি নাগরিকদের ভিসা ছাড়া পাকিস্তান সফর করার অনুমোদন দেয়া হয়েছে। এখন থেকে সৌদি আরব পাকিস্তানে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত।’ তবে তিনি স্পষ্ট করেন যে, শুধুমাত্র সরকারি বিভাগের জন্য ভিসার প্রয়োজন রয়েছে।
এর আগে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক ঘোষণায় জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে সৌদি নাগরিকদের ভিসা ছাড়া পাকিস্তান সফর করার অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দিল্লির সঙ্গে ‘দূরত্ব’, ইসলামাবাদের সঙ্গে ‘সখ্যতা’
রবিবার রাজধানী ইসলামাবাদে সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল-মালকির সঙ্গে এক বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
এ সময় মাদক চোরাচালানের অভিযোগে কারাবন্দী পাঁচ পাকিস্তানি নাগরিককে মুক্ত করতে সহায়তা করার জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান নাকভি, যদিও পরবর্তীতে এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত আল-মালকি পাকিস্তানের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের জন্য রিয়াদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখযোগ্য যে, সৌদি আরব প্রতিবছর প্রায় ১৯ লাখ পাকিস্তানিকে স্বাগত জানায় এবং দেশটিতে কর্মরত অভিবাসীদের পাঠানো ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্সের মাধ্যমে পাকিস্তানের সর্বোচ্চ রেমিট্যান্স উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর