ট্রান্সজেন্ডারের প্রতি সামরিক নিষেধাজ্ঞা, ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টে আবেদন, লিঙ্গগত অসঙ্গতি,

ট্রান্সজেন্ডারের প্রতি সামরিক নিষেধাজ্ঞা পুনর্বহাল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্প প্রশাসনের

ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারের প্রতি সামরিক নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখতে সুপ্রিম কোর্টের অনুমোদন চেয়েছে।

বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে সলিসিটর জেনারেল জন সাউয়ার একটি জরুরি আবেদন দাখিল করেন। তাতে ওয়াশিংটন রাজ্যের একজন ফেডারেল বিচারকের আদেশ স্থগিত করার আহ্বান জানানো হয়।

ট্রান্সজেন্ডারের প্রতি সামরিক নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

সাউয়ার যুক্তি দেন, সামরিক নীতিনির্ধারণে আদালতের হস্তক্ষেপ পেশাদার রায়কে অসম্মান করে। প্রশাসন দাবি করছে, নতুন নীতিমালার অধীনে লিঙ্গগত অসঙ্গতি চিকিৎসার মাধ্যমে গ্রহণকারীদের সামরিক চাকরি থেকে বাদ দেয়া হবে।

এই নিষেধাজ্ঞা মূলত ট্রাম্পের মেয়াদকালে গৃহীত একটি নীতির সম্প্রসারিত রূপ, যা পরে সুপ্রিম কোর্ট অনুমোদন করেছিল। তবে প্রেসিডেন্ট বাইডেন এই বিধিনিষেধ বাতিল করেন।

মার্কিন জন্মহার বৃদ্ধির পরিকল্পনা : ৬ সন্তান হলেই জাতীয় মাতৃত্ব পদকসহ নানা উপহার

মার্চ মাসে মার্কিন জেলা বিচারক বেনিয়ামিন সেটেল নিষেধাজ্ঞার পক্ষে পর্যাপ্ত ও আপডেটেড প্রমাণ না থাকায় প্রশাসনের যুক্তিকে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে রায় দেন। নবম সার্কিট কোর্ট অফ আপিলও রায় স্থগিত করতে অস্বীকৃতি জানায়।

প্রশাসনের বক্তব্য, লিঙ্গ ডিসফোরিয়ায় আক্রান্ত ব্যক্তিরা সামরিক কার্যকারিতা ও প্রাণঘাতী সক্ষমতার জন্য হুমকি হতে পারেন।

ট্রান্সজেন্ডারদের পাসপোর্ট পরিবর্তনে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করলেন বিচারক

এদিকে, সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জকারীদের উত্তর দেয়ার জন্য ১ মে পর্যন্ত সময় দিয়েছে। নিষেধাজ্ঞা এই সময় পর্যন্ত স্থগিত থাকবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top