ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের এক বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট দেওয়ার অভিযোগে পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্তা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে প্রত্যাহার করেন।
ঘটনার বিবরণে জানা যায়, কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগেই পূরণকৃত ব্যালট দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা বুথ পরিদর্শন করলে ঘটনা সত্যতা পাওয়া যায়।
পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।




