হোসাইন আদনান
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া টু নবাবপুর আঞ্চলিক সড়কের রসুলপুর বাজার এলাকায় দীর্ঘদিন পর শুরু হওয়া সড়ক সংস্কারকাজকে কেন্দ্র করে এলাকাবাসীর গণআন্দোলন গড়ে উঠেছে। অভিযোগ পাওয়া যায়—নির্ধারিত বাজেট অনুযায়ী নয়, বরং নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজটি সম্পন্ন করা হচ্ছিল।
স্থানীয়রা জানায়, রাস্তার কাজে নরম ইট, অপর্যাপ্ত বিটুমিন, এবং পাতলা লেয়ার ব্যবহার করা হচ্ছিল। এতে সড়কটি পুনরায় দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নজরে আসতেই দল-মত নির্বিশেষে এলাকাবাসী একত্রিত হয়ে কাজ বন্ধের দাবি জানান।
স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করতে বাধ্য হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সংশ্লিষ্টদের বাজেট অনুযায়ী মানসম্মত উপকরণ ব্যবহার করে পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।
এলাকাবাসী জানায়,
“আমরা উন্নয়ন চাই, কিন্তু নিম্নমানের কাজ কোনোভাবেই মেনে নেব না। সরকারি টাকায় জনগণের অধিকার রয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং সবাই আশা করছেন এবার প্রকৃত মান বজায় রেখে রাস্তার কাজ সম্পন্ন করা হবে।




