গণতন্ত্র, গণতান্ত্রিক সমাজ,

গণতান্ত্রিক সমাজে অপরাধ নির্মূল করা কি সম্ভব

আশরাফুল হক 
গণতান্ত্রিক সমাজে অপরাধ নির্মূল করা কি সম্ভব? না। সম্ভব না। কোনো ইসলামি দলের ক্ষমতায়নের মাধ্যমেও সম্ভব না। কেন? সংক্ষেপে বলি।
অপরাধ নির্মূলের জন্য যে ক্ষমতা প্রয়োজন, সেই ক্ষমতায় আরোহনের একমাত্র পদ্ধতি ভোট। ফলে এখানে জনতুষ্টিমূলক কাজকর্মের বিশেষ গুরুত্ব অনস্বীকার্য।
ভোটারের বিবেচনা করলে প্রতিটি দলের কিছু ফিক্সড ভোটার থাকে। ভোটারদের বৃহদাংশই থাকে সুয়িং ভোটার।
একজন নেতার কাছে কেউ বিচারের জন্য গেলে নেতা বিচার করেন, কিন্তু তার মাথায় থাকে—আমার নেতৃত্ব টিকাতে হবে। আমার ভোট ধরে রাখতে হবে। রায় যার বিপক্ষে যাবে, সে আমাকে ভোট দিবে না। সুতরাং রায় এমনভাবে দিতে হবে, যেন বাদীও খুশি থাকেন, আসামীও খুশি থাকেন। ভিক্টিমও খুশি থাকেন, অপরাধীও খুশি থাকেন।
এভাবেই সমাজের অধিকাংশ বিচারকার্য উভয় পক্ষকে খুশি রাখার মানসিকতা থেকে সম্পন্ন হয়। ফলে অপরাধের ধরণ অনুযায়ী শাস্তি যদি প্রাপ্য হয় ১০℅, সেখানে বিচারক নেতা নিজের ভোট ধরে রাখার জন্য শাস্তি প্রদান করেন ৫-৬℅। এভাবে শাস্তি যখন কমতে থাকে, শিথিল হতে থাকে, তখন অপরাধও বাড়তে থাকে। শিথিল হতে থাকে। অপরাধীর কাছে হ্রাস পেতে থাকে অপরাধের ভয়াবহতার মাত্রা।
গণতান্ত্রিক প্রক্রিয়া যখন অপরাধতে শিথিল করতে থাকে, তখন এই প্রক্রিয়ায় ক্ষমতায় গিয়ে অপরাধ নির্মূলের প্রতিশ্রুতি দেন কীভাবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top