নিমগ্ন পাঠাগার

নিমগ্ন পাঠাগারে ‘লেখকের গল্প’র তৃতীয় পর্ব অনুষ্ঠিত

আলমডাঙ্গা সংবাদদাতা

নিমগ্ন পাঠাগারে ‘লেখকের গল্প’র তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর পাঠাগারের এ নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হল।

এ পর্বের অতিথি ছিলেন, কবি ও কথাশিল্পী মোস্তাফিজ ফরায়েজী।

কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, মুনশি মুহাম্মাদ আব্দুল্লাহ। এরপর স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সভাপতি, শায়খ ইমদাদুল হক। এরপর অনুষ্ঠানের এ পর্বের অতিথি তাঁর ব্যক্তিজীবন ও লেখকজীবনের নাতিদীর্ঘ গল্প তুলে ধরেন। তাঁর গল্পে উঠে আসে তাঁর কবি ও কথাশিল্পী হওয়ার গল্প। অতিথির বক্তব্য শেষ হলে উপস্থিত শ্রোতাদের পক্ষ থেকে অতিথিকে তাঁর জীবন ও সাহিত্য নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং অতিথি তার জবাব দেন। এরপর নিমগ্ন পাঠাগারের পক্ষ থেকে অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কবি কহন কুদ্দুস, নাদিউজ্জামান রিজভী, মো: সালাহউদ্দীন, তামজিদ হাসান আবির, তাওহিদুজ্জামান রাব্বি, তামিম হোসেন ডালিম, নূরে সিফাত তানিম, কাজী রোহান, শাহ হাফিজ উদ্দিন, তাওহীদ খান, শামীম রেজা, সাব্বির আহমেদ, ইফাদ খান, মাহমুদ সাজিদ হাসান খান, মাহমুদুল্লাহ আল মুসাফির ও আহমাদ আন নাফি প্রমুখ। উল্লেখ্য, লেখক মোস্তাফিজ ফরায়েজী ১৯৯১ সালের ১৩ মে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। “পয়গম্বর”, “হেমলকের ঘ্রাণ”, “শুদ্র দ্যা গংরিড” তাঁর উল্লেখযোগ্য বই। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা “দর্পণ”, “গল্পবাজ” ও “রণদূত” এবং “পয়স্তি প্রকাশন”-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top