গাজার শিশুদের ত্রাণ পাঠাতে যুদ্ধবিরতি জরুরি : সিআইএ প্রধান

আনাদুলু এজেন্সি

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরীহ মানুষের যে বিপুল প্রাণহানি ঘটছে সে বিষয়টি সবারই মনে রাখতে হবে। সোমবার মার্কিন সিনেটে গোয়েন্দা কমিটির শুনানিতে তিনি বলেন, বাস্তব অবস্থা হচ্ছে যুদ্ধবিরতি ছাড়া গাজায় মানবিক ত্রাণসামগ্রী পাঠানো খুবই কঠিন ব্যাপার।

রিপাবলিকান সিনেটর টম কটন বলেন, ইসরাইল ফিলিস্তিনি জনগণকে নির্মূল করছে বলে মনে করেন কিনা প্রশ্নের জবাবে সিআইএ প্রধান বার্নস বলেন, ৭ অক্টোবরের হামাসে অভিযানে একটি জবাব দেয়ার প্রয়োজন ইসরাইলের ছিল বলে তিনি উপলব্ধি করেছেন। সেই সাথে উপত্যকাটিতে যে বিপুল নিরীহ অসামরিক লোকজনের নিহতের বিষয়টিও আমাদের মনে রাখা দরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top