মোদির অরুনাচল সফরে চীনের প্রতিবাদ

এনডিটিভি

লোকসভা নির্বাচনের আগে বিরোধপূর্ণ অরুনাচল প্রদেশ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফর দুই দেশের সীমান্ত সমস্যাকে আরো জটিল করে তুলবে বলে জানিয়েছে চীন। মোদির সফরের পরই বেইজিংয়ের তরফে পরিষ্কার জানিয়ে দেয়া হলো, অরুণাচল প্রদেশ চীনের অংশ। একতরফাভাবে সেখানে উন্নয়নের চেষ্টা করতে পারে না ভারত। গত শনিবার অরুনাচল সফরে গিয়েছিলেন মোদি। সেখানে ১৩ হাজার ফুট উঁচুতে সেলা টানেলের উদ্বোধন করেন। ৮২৫ কোটি রুপি ব্যয়ে তৈরি হয়েছে দুই লেনের এই টানেল। সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্র যেন দ্রুত চীন সীমান্তে পৌঁছে দেয়া যায়, সেই জন্যই আসামের তেজপুর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত এই টানেল তৈরি হয়েছে। সামরিক বিভাগের মতে, এই টানেলের মাধ্যমে তাওয়াং-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছতে পারবে সেনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top